শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১
The Daily Post

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় অপারেশন ডেভিল হান্টের অভিযান চালিয়ে নাটাই উত্তর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শমসের আলীকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাফ্ফর হোসেন। গ্রেপ্তারকৃত শমসের আলী নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর গ্রামের দক্ষিণ পাড়ার আবু তাহেরের ছেলে।

এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাফ্ফর হোসেন জানান, সন্ত্রাসবিরোধী আইনের সহিংসতা ও বিস্ফোরক মামলায় অপারেশন ডেভিল হান্টের অভিযান চালিয়ে গত ১৯ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে রাজঘর থেকে শমসের আলীকে গ্রেপ্তার করা হয়।

তাকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এ ছাড়া সদরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

টিএইচ