সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ব্রিজের রেলিংয়ের কাছাকাছি বিদ্যুৎ সংযোগ দুর্ঘটনার শঙ্কা

লালমোহন (ভোলা ) প্রতিনিধি 

ব্রিজের রেলিংয়ের কাছাকাছি বিদ্যুৎ সংযোগ দুর্ঘটনার শঙ্কা

ভোলার লালমোহন পৌরশহরের নবনির্মিত ডাকবাংলো ব্রিজ। এই ব্রিজটি অতিগুরুত্বপূর্ণ একটি স্থান। ব্যাপক ব্যস্ততম এলাকাও বলা যায় ব্রিজটিকে। ব্রিজটি দিয়ে পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডসহ উপজেলার বদরপুর এবং কালমা ইউনিয়নের মানুষজন নাজিরপুর লঞ্চঘাটে যাতায়াত করেন। 

এছাড়া ব্রিজের পাশেই রয়েছে লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসা। ওই মাদরাসাকে কেন্দ্র করে এই ব্রিজটির ওপর দিয়েই শিক্ষার্থীরা মাদরাসায় যাতায়াত করেন। অথচ এ ব্রিজটির রেলিং ছুঁইছুঁই অবস্থায় পাশ দিয়ে বয়ে গেছে উচ্চমাত্রার বিদ্যুতিক সংযোগ। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কায় রয়েছেন মাদরাসার শিক্ষার্থী এবং পথচারীরা। তারগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও দেখেও যেন না দেখার ভান ধরেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ওয়েস্টার্ন পাড়ার বাসিন্দা রাজিব আহমেদ বলেন, আমরা এ ব্রিজ দিয়ে নিয়মিত যাতায়াত করি। এছাড়া এখান দিয়ে মাদরাসার শিক্ষার্থীরাও প্রতিদিন যাতায়াত করেন। অথচ গুরুত্বপূর্ণ এই ব্রিজের রেলিংয়ের সঙ্গেই ঝুলছে উচ্চমাত্রার বিদ্যুতের তার। শিগগিরই এই তার সরানো না হলে যেকোনো সময় মানুষজনের বিদ্যুতায়িত হওয়ার শঙ্কা রয়েছে।

লালমোহন টু দেবিরচর রুটের বোরাক চালক মো. কামাল, রাকিব ও রহিম বলেন, প্রতিদিন যাত্রী নিয়ে এই ব্রিজের ওপরে নামিয়ে দিই। আবার এখান থেকেই যাত্রী তুলে গন্তব্যে যাই। ব্রিজের পাশে দাঁড়িয়ে যাত্রীরা গন্তব্যে যাওয়ার জন্য অপেক্ষা করেন। তবে ব্রিজের খুব কাছাকাছি রয়েছে বিদ্যুতের উচ্চমাত্রার সংযোগ। 

এ কারণে যেকোনো সময় প্রাণহানীর মতো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। মানুষের প্রাণ রক্ষার কথা বিবেচনা করে হলেও দ্রুত সময়ের মধ্যে বিদ্যুতের এই সংযোগটি সরানো প্রয়োজন। 

এদিকে ব্রিজের রেলিং ছুঁইছুঁই বৈদ্যুতিক তার থাকার কারণে ব্রিজের ওপরে সোলার লাইট স্থাপন করা যাচ্ছে না বলে জানিয়েছেন লালমোহন ডাকবাংলো ব্রিজ নির্মাণ কাজের তদারকি কর্মকর্তা এবং ভোলা সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আবুল খায়ের সুমন। 

তিনি বলেন, ব্রিজের রেলিংয়ের খুব কাছাকাছি স্থানেই বিদ্যুতের তার। এসব তার নিরাপদ দূরত্বে সরানোর জন্য অনেক আগেই ভোলা পল্লীবিদ্যুৎ সমিতিকে অফিশিয়ালি অবহিত করা হয়েছে। তবে এখনো বিদ্যুৎ বিভাগ তারগুলো সরাতে কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। যার জন্য ব্রিজের সোলার লাইটও স্থাপন করা যাচ্ছে না। আমরা তাদের আবারো বলবো দ্রুত সময়ের মধ্যে ব্রিজের কাছ থেকে উচ্চমাত্রার এই বিদ্যুতের তারগুলো সরানোর জন্য।

এ বিষয়ে ভোলা পল্লীবিদ্যুৎ সমিতির লালমোহন জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) একেএম ফজলুল হক জানান, বিষয়টি আমাদের নজরে এসেছে। জনস্বার্থে দ্রুত সময়ের মধ্যে বিদ্যুতের তারগুলো নিরাপদ দূরত্বে সরানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

টিএইচ