রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বড়লেখায় ইউএনওর সঙ্গে সাংবাদিক সোসাইটির মতবিনিময়

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

বড়লেখায় ইউএনওর সঙ্গে সাংবাদিক সোসাইটির মতবিনিময়

মৌলভীবাজারের বড়লেখা ইউএনও তাহমিনা আক্তারের সঙ্গে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বড়লেখা উপজেলা শাখার নেতাদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বড়লেখা ইউএনওর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির নেতরা নবাগত ইউএনওকে বলেন- বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণের জন্য ঘন ঘন অভিযান পরিচালনা, টিলা কাটা প্রতিরোধে ব্যবস্থা, গ্যাসের মূল্য বৃদ্ধি ফলে আগর আতর ব্যবসায়ীদের ব্যবসা বন্ধের উপক্রম তাদের সাথে মতবিনিময় করার ব্যবস্থা করাসহ ইউএনও ও জেলা প্রশাসক সমন্বয়ে তার উত্তরণে একটি পদক্ষেপ নেয়াসহ সাংবাদিক নেতারা নানা সমস্যার কথা তুলে ধরেন। 

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সাধারণ সম্পাদক মো. রুয়েল কামাল, সহ-সভাপতি ফয়জুল হক শিমুল, সহ-সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান, প্রচার সম্পাদক গোলাম কিবরিয়া, কোষাধ্যক্ষ মো. নজরুল ইসলাম, নির্বাহী সদস্য নজরুল ইসলাম সদস্য, আলী উবায়েদ ইমন, মোতাহার আলী, আলী হোসেনসহ অন্যরা।

টিএইচ