শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

বড়াইগ্রাম পৌরসভার বাজেট ঘোষণা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 

বড়াইগ্রাম পৌরসভার বাজেট ঘোষণা

নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় ২০২৪-২০২৫ অর্থবছরে ৬৭ কোটি ৫৭ লাখ ৫ হাজার ৬৫ টাকার উদ্বৃত্ত বাজেট পেশ করা হয়েছে। রোববার (৩০ জুন) পৌর সম্মেলন কক্ষে আয়োজিত বাজেট সভায় মেয়র মাজেদুল বারী নয়নের সভাপতিত্বে পৌর নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন এ বাজেট পেশ করেন। 

বাজেটে রাজস্ব খাতে চার কোটি ৯৪ লাখ ৭৯ হাজার ৫০৮ টাকা আয় ও চার কোটি ৮০ লাখ ৩৫ হাজার ৮৯৮ টাকা ব্যয় ধরা হয়েছে। উন্নয়ন খাতে ৬২ কোটি ১৮ লাখ ৪০ হাজার ৫৫৭ টাকা আয় ও সমপরিমাণ ব্যয় ধরা হয়েছে। মূলধনী আয় ও ব্যয় ধরা হয়েছে ৪৩ লাখ ৮৫ হাজার টাকা। এছাড়া উদ্বৃত্ত ধরা হয়েছে ১৪ লাখ ৪৩ হাজার ৬১০ টাকা। 

সভায় উপ-সহকারী প্রকৌশলী নুরুল ইসলামের সঞ্চালনায় সহকারী প্রকৌশলী ফেরদৌস ইসলাম, প্যানেল মেয়র ফজলুল হক ফজের, ওয়ার্ড কাউন্সিলর দীল মোহাম্মদ চৌধুরী ও আতোয়ার রহমান লিটন, হিসাবরক্ষক ফিরোজ হোসেন, পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজু রহমান বকুল ও সম্পাদক আশরাফুল ইসলাম বাবলু এবং উপজেলা প্রেস ক্লাব সভাপতি যুগান্তর প্রতিনিধি অহিদুল হক বক্তব্য রাখেন। 

বাজেটে স্মার্ট, গ্রিণ ও ক্লিন পৌরসভা গড়ার লক্ষ্যে তথ্য প্রযুক্তি খাতকে কাজে লাগিয়ে পৌরসভার বিভিন্ন সেবা অনলাইনভিত্তিক করা, বৃক্ষরোপণ ও মশকনিধন, সড়ক বাতি সমপ্রসারণ, বিশুদ্ধ ও নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা চালু, নারীর ক্ষমতায়ন ও দুস্থ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং উন্নত যোগাযোগ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাকে অগ্রাধিকার দেয়া হয়েছে।

টিএইচ