শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

বড়াইগ্রামে ভোক্তা অধিকার আইনে জরিমানা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

বড়াইগ্রামে ভোক্তা অধিকার আইনে জরিমানা

নাটোরের বড়াইগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে ৯টি ব্যবসায় প্রতিষ্ঠান মালিককে ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৯ জুন) র্যাব-৫ এর নাটোর কার্যালয়ের সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর এ অভিযান পরিচালনা করেন। 

অভিযানকালে রোলভা বাজারের নিউ রজনী ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে ২০ হাজার, রয়না মোড়ের রাবেয়া বেকারিকে ১০ হাজার, লক্ষ্মীকোল কুমিল্লা বেকারিকে ১৫ হাজার, রাজ্জাক মোড়ের সজিব মিস্টি বাড়ি এন্ড কনফেকশনারিকে ১০ হাজার, বনপাড়া বাজারের বিনিময় হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার ও মৃধাপাড়া ঢাকা কিং বেকারিকে ৮ হাজার এবং কোহিনুর বেকারি, মল্লিক মার্কেটের আবিদ বেকারি ও তিরাইল বাজারের রিফাত মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা করে মোট ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের নাটোর কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভির বলেন, দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা না টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের কারণে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। 

টিএইচ