বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বড়াইগ্রামে স্কুলছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

বড়াইগ্রামে স্কুলছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ

নাটোরের বড়াইগ্রামে শুকুর আলী (৫০) নামে এক দোকানির বিরুদ্ধে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে। এ ব্যাপারে গত শনিবার সন্ধ্যায় থানায় একটি মামলা করেছেন ওই শিক্ষার্থীর মা। 

এর আগে গত সোমবার উপজেলার জোনাইল ইউনিয়নের দ্বারিকুশী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শুকুর আলী (৫০) উপজেলার দ্বারিকুশী ডাঙ্গাপাড়া গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত সোমবার স্কুল চলাকালে ওই শিক্ষার্থী পাশে শুকুর আলীর মুদিখানার দোকানে চানাচুর কিনতে যায়। কিন্তু দোকানের সামনে কেউ না থাকার সুযোগে শুকুর আলী শিক্ষার্থীকে দোকানের ভিতর ডেকে নিয়ে তার শ্লীলতাহানী করে। 

এই সময় ওই শিক্ষার্থীর চিৎকারে সহপাঠীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। এরপর সে দোকান বন্ধ করে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনার পর স্থানীয় একটি প্রভাবশালী মহল আপোষের নামে সময় ক্ষেপন করে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। অবশেষে গত শনিবার তার মা থানায় মামলা করেন।  

বড়াইগ্রাম থানার ওসি মো. আবু সিদ্দিক জানান, ওই শিক্ষার্থীর বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

টিএইচ