বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ভবানীগঞ্জ বাজারে সড়ক জুড়ে দোকানপাট যানজটে ভোগান্তি

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি 

ভবানীগঞ্জ বাজারে সড়ক জুড়ে দোকানপাট যানজটে ভোগান্তি

রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভা এলাকার জিরো পয়েন্ট থেকে শুরু করে উপজেলা পরিষদ চত্বর ও দক্ষিণে ব্রিজঘাট পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট। 

সড়কে দোকানের পাশাপাশি যত্রতত্র ভ্যানগাড়ি রাখায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। গত সোমবার উপজেলা আইনশৃংখলা মিটিংয়ে বিষয়টি উত্থাপিত হলেও বিষয়টির সমাধান মিলেনি। তবে উপজেলা নির্বাহী অফিসার ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

অনুসন্ধানে জানাযায়, স্থানীয় প্রভাবশালীরা টাকার বিনিমযে পৌর এলাকায় ফুটপাতের উপর দোকানপাট বসিয়েছে। গত বুধবার উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারের জিরো পয়েন্ট হতে তিন সড়কের ফুটপাতে প্রায় দুই শতাধিক অবৈধ দোকান বসিয়েছে। এসব দোকানের মধ্যে অধিকাংশ ফলমুল, তরিতরকারী, ভাজাপোড়ার দোকান ও মুদির দোকানী। এভাবে সড়কের উপর দোকানপাট বসিয়ে প্রভাবশালী মহল ও জায়গার মালিকরা লাখ লাক টাকা আদায় করছে বলে অভিযোগ উঠেছে। 

পথচারীরা জানায়, দিনভর সড়কের উপর ভ্যান, অটোরিকসা, নছিমন মোটরসাইকেল সড়কে রেখে দেয়ায় ফুটপাত দিয়ে হাঁটার উপায় নেই। এমন অবস্থায় পথের উপর দোকানীর মালামাল রাখায় বিড়াম্বনায় পড়তে হচ্ছে চলাচলকারীদের। সড়কের ফুটপাতে ফলমুল, পেঁয়াজি, সরবত, বেগুনীর দোকানের বেপোয়ার পশরার ভরপুর। 

ফুটপাতে এমন সব দোকানীদের দখলে মনে রামরাজ্য তাদের। দখলবাজদের আচার আচারণে ক্ষুদ্ধ স্থানীয়রা। ফুটপাত দখলে সংকীর্ন হয়ে পড়েছে মূল সড়ক।  উভয় পার্শ্বে দোকন আর গাড়ির চাপে রাস্তায় বাড়ছে যানযট। রাস্তা পারাপারে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে সময় কাটাতে হয়। ফুটপাতে চলাচল করতে না পেরে সড়কে গিয়ে দুর্ঘটনায় কবলে পড়ে যাত্রী সাধারণ আহত হয়ে পড়েন। 

এদিকে সড়ক পারাপারে দেরিতে সড়কের সামনে দাঁড়ালে ফুটপাতের দোকানীদের ঘাতানি খেতে হয় পথচারীদের। এসব বিষয়ে এমন চিত্র দেখা মিলে প্রতিদিন। দখলী জিরো পয়েন্টের ফুটপাতের দোকানদার সুর্য্যপাড়ার দুলু সরকারি জায়গা নিজের দাবি করে বহাল তবিয়তে পুরা ফুটপাত দখলে নিয়েছে। 

ফলমূলের দোকানীর সঙ্গে অন্য রকমারী মালামাল নিয়ে ফুটপাতে লোক চলাচল রোধ করে দিয়েছে। তার দোকানের সামনে দাঁড়িয়ে ঘরে মুদির দোকানীতে গেলেও অকথ্য গালিগালাজ করে ওই দুলু নামে দোকানী। একই ভাবে তার পাশের দোকানী সরকারি জায়গায় দোকান করে ব্যবসা করছে উত্তর একডেলা মহল্লার নিতাই। মুড়ি, চিড়া, খাগড়ায়সহ বিভিন্ন ধরনের জিনিস রেখে ফুটপাত বন্ধ করে রেখেছে। অথচ তার দোকানের সামনে দিয়ে লোক চলাচলে তিনি মেনে নিতে পারেন না। প্রায় প্রতিদিনই ওই দুই দোকানী পথচারীদের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে বলে স্থানীয় দোকানীরা তাকে দোষছেন।

এ বিষযে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম জানান, বিষয়টি উপজেলা আইন শৃংখলা  সভায় আলোচনা হয়েছে। দোকানীদের ফুটপাত ছাড়তে তাগিদ দেয়া হবে। এর উন্নতি না হলে অভিযান চালিয়ে অবৈধ দোকান উচ্ছেদ করা হবে বলে জানান তিনি। এছাড়া তিনি নিজেই স্থান পরিদর্শন করবেন বলে জানিয়েছেন।

টিএইচ