বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ভাঙ্গুড়া থানার ওসিসহ ৮ কর্মকর্তাকে বদলি

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

ভাঙ্গুড়া থানার ওসিসহ ৮ কর্মকর্তাকে বদলি

হঠাৎ পাবনার ভাঙ্গুড়া থানার ওসিসহ ৮ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তবে কেন একসঙ্গে একই থানার ৮ জন কর্মকর্তাকে বদলি করা হলো, তার সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। 

গত ৩০ জুলাই বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি (গ্রেড-১) অ্যাডমিনিস্ট্রেশন কামরুল আহসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলির এ আদেশ দেয়া হয়। বদলি হওয়া আট কর্মকর্তা হলেন, ভাঙ্গুড়া থানা ওসি নাজমুল হক, ডিএসবির এসআই শহিদুল ইসলাম, এসআই আব্দুল হাই মোত্তালেব, এসআই আকরামু ইসলাম, এসআই শহিদুল ইসলাম, এএসআই আজাবুল ইসলাম, এএসআই আমির হামজা ও এএসআই সায়েদুল ইসলাম। এর মধ্যে ওসি নাজমুল হককে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। আর বাকি সাতজনকে সিলেট ও রাঙামাটিতে বদলি করা হয়েছে। বদলির আদেশে কত দিনের মধ্যে তাদের বদলিকৃত কর্মস্থলে যোগ দিতে হবে, তা উল্লেখ করা হয়নি। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে। 

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি নাজমুল হক বলেন, ১ আগস্ট বদলির আদেশ পেয়েছি। তবে কেন, কী কারণে বদলি করা হয়েছে সে বিষয়ে কিছু বুঝতে পারছি না। 

এ বিষয়ে জানতে চাইলে পাবনার পুলিশ সুপার আব্দুল আহাদ বলেন, পুলিশ সদর দপ্তর থেকে এ সংক্রান্ত নথি এসেছে। তবে কী কারণে বদলি করা হয়েছে তা তিনি জানেন না।

টিএইচ