সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ভাঙ্গুড়ার প্রথম ইউপি চেয়ারম্যানকে অপসারণ

পাবনা প্রতিনিধি

ভাঙ্গুড়ার প্রথম ইউপি চেয়ারম্যানকে অপসারণ

পাবনার ভাঙ্গুড়ায় উপজেলার প্রথম  দিলপাশার ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হান্নানকে অপসারণ করা হয়েছে। দীর্ঘদিন পরিষদে অনুপস্থিত থাকায়  অপসারণের আদেশ দেওয়া হয়।

গত সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণের নিমিত্ত নির্দেশনা প্রদান করেছে।

উল্লেখ্য, ভাঙ্গুরা উপজেলাধীন দিলপাশার ইউনিয়ন পরিষদের ৯ সদস্য দির্ঘদিন যাবৎ চেয়ারম্যান মো. আব্দুল হান্নানের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগসহ জেলা প্রশাসকের কাছে অনাস্থা প্রস্তাব দেয়। 

এরপরও চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে চেয়ারম্যানের অপসারণ দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করে আসছিলেন মেম্বাররা।

টিএইচ