সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ভাঙ্গুড়ায় এক রাতে ৫ গরু চুরি

পাবনা প্রতিনিধি

ভাঙ্গুড়ায় এক রাতে ৫ গরু চুরি

পাবনার ভাঙ্গুড়ায় ভাঙ্গুড়া ইউনিয়েনের রাঙ্গালিয়া গ্রামের আমজাদ হোসেনের  গোয়ালঘরের তালা কেটে কৃষক আমজাদ হোসেনের ছোট বড় ৫ গরু চুরি হয়েছে। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। 

শনিবার (১২ অক্টোবর) কৃষক আমজাদ হোসেন ভাঙ্গুড়া থানায় সাধারণ ডায়েরি করেন। কৃষক আমজাদ হোসেন বলেন, দুটা দুধের গরু একটা ষাঁড় এবং দুটা বকনা গরুগুলো পালন করে আসছি। সন্ধ্যায় খাবার দিয়েছি। রাতে খাবার দিয়ে আমি ঘুমাতে যাই। ভোরে উঠে দেখি, গরু চুরি হয়েছে। 

ভাঙ্গুড়া  থানার ওসি শফিক ইসলাম বলেন, গরু চুরির ঘটনায় আমি নিজে ওই কৃষকের বাড়ি পরিদর্শন করেছি। গরু চুরি রোধে পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে। রাতে পুলিশি টহল আরও বাড়ানোর কথাও বলেন তিনি।

টিএইচ