রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ভাটারায় বিএনপির জনসভা অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি 

ভাটারায় বিএনপির জনসভা অনুষ্ঠিত

সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নে দীর্ঘ ১৫ বছর পর বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৯ নভেম্বর) ভাটারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ জনসভা  অনুষ্ঠিত হয়। ভাটারা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি জামালপুর জেলা শাখার সভাপতি মো. ফরিদুল কবির তালুকদার শামীম। 

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল করিমের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব দেন সরিষাবাড়ি পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা যুবদলের আহ্বায়ক  এ.কে.এম ফয়জুল কবীর তালুকদার (শাহীন)।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আজিম উদ্দিন আহম্মেদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদস্য মো. হারুন অর রশিদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদস্য শেখ হোসেন জামান জুয়েল, ভাটারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য অ্যাড. মো. এ.এম.বি রেজা ভানু প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন মেষ্টা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস ছামাদ ছানা, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল্লাহ মাস্টার, তিতপল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি  হাফিজুর রহমান তালুকদার সহ সাংগঠনিক নাজমুল হাসান প্রমুখ।

টিএইচ