রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
The Daily Post

ভাণ্ডারিয়ায় চোর সন্দেহে গণপিটুনীতে একজন নিহত

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি 

ভাণ্ডারিয়ায় চোর সন্দেহে গণপিটুনীতে একজন নিহত

পিরোজপুরেরর ভাণ্ডারিয়ায় চোর সন্দেহে গ্রামবাসীর গণপিটুনীতে সেলিম শাহ নামে একজন নিহত হয়েছেন। গত শনিবার দিনগত রাতে উপজেলার ধাওয়া  ইউনিয়ানের পশারিবুনিয়া গ্রামের সড়কের ওপর এ ঘটনা।  নিহত সেলিম শাহ ওই গ্রামের মৃত দৌলাত শাহের ছেলে। 

পুলিশ রোববার (২৬ জানুয়ারি) ঘটনাস্থল হতে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে জেলা মর্গে পাঠিয়েছে। নিহত সেলিম শাহর স্ত্রী শাহানুর বেগম দাবি করেন, গত শনিবার দিনগত রাতে তার স্বামীকে কে বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর সে আর বাড়িতে ফেরেনি। সকালে শুনতে পান তার স্বামীকে গ্রামবাসী পিটিয়ে মেরে ফেলেছে।  

স্থানীয়দের সূত্রে জানা গেছে, গত শনিবার দিনগত রাতে পশারিবুনিয়া গ্রামের শিক্ষক শহিদুল ইসলাম ফিরোজের বসতঘরের সিধ কেটে দুই চোর প্রবেশ করে। চোরেরা নগদ টাকা দুটি স্বর্ণের চেইন ও একটি রূপার চেইন নিয়ে যায়। 

এসময় গৃহকর্তার ছেলে মোহাম্মদ আলী মান্না টের পেয়ে প্রতিরোধ করতে গেলে চোরেরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। প্রতিবেশীেরা টের পেয়ে গ্রামবাসীকে মোবাইল ফোনে খবর দিলে গ্রামবাসী এগিয়ে এসে দুই চোরকে ধাওয়া করে।

এসময় সেলিম শাহ গ্রামবাসীর হাতে আটক হলে অপর চোর এমাদুল হোসেন মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে ক্ষিপ্ত গ্রামবাসী আটক সেলিমকে সড়কে ফেলে বেধড়ক পিটুনী দিলে রাতে সে ঘটনাস্থলে মারা যায়। 

এ ব্যাপারে ভাণ্ডারিয়া থানার ওসি আহম্মদ আনওয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল হতে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পিরোজপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

টিএইচ