সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ভাণ্ডারিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

ভাণ্ডারিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৫ কোটি টাকা মূল্যের কৃষি নিষিদ্ধ বালাইনাশক উদ্ধার করেছে। এসময় নিষিদ্ধ বালাইনাশক মজুদ ও বাজারজাতকরণের অভিযোগে আল মদিনা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী  মো. আব্দুস সালাম নামে এ কীটনাশক ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে।
 
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভাণ্ডারিয়া উপজেলার হরিণপালা গ্রামের কীটনাশক ব্যবসায়ী আব্দুস সালামের বসতবাড়ির গুদাম থেকে নিষিদ্ধ কীটনাশক উদ্ধার করা হয়।

পিরোজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর সূত্রে জানা গেছে, গত ১০ বছর আগে কৃষির বালাইনাশক ডায়াযনীন-১০ ও বাসুডিন-১০ সহ বেশকিছু বালাইনাশক পাউডার সরকার ক্ষতিকর বলে নিষিদ্ধ ঘোষণা করে। কিছু অসাধু ব্যবসায়ী এসব ওষুধ মজুদ করে কৃষকদের মধ্যে সরবরাহ করে আসছিলো। 

গোপনে সংবাদ পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের উপ-পরিচালক দেবশীষ রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ বালাইনাশক উদ্ধার করে। 

এ ব্যাপারে পিরোজপুর জেলা ভোক্তা অধিকার দপ্তরের পণ্য নিরাপত্তা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন, উদ্ধারকৃত বালাইনাশক গত ১০ বছর আগে সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। কৃষির এসব ওষুধ উৎপাদন, মজুদ ও বাজারজাত নিষিদ্ধ। উদ্ধারকৃত বালাইনাশক অগ্নিসংযোগ করে বিনস্ট করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কীটনাশক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

টিএইচ