বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ভাণ্ডারিয়ায় ৭০ হাজার পরিবারে ইফতার সামগ্রী বিতরণ

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি 

ভাণ্ডারিয়ায় ৭০ হাজার পরিবারে ইফতার সামগ্রী বিতরণ

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পবিত্র মাহে রমজানে রোজদার ঘরে পৌঁছে দেয়া হচ্ছে ইফতার সামগ্রী। ভাণ্ডারিয়া পৌরসভা ও ৬টি ইউনিয়নের ৬৩টি ওয়ার্ডের ৭০ হাজার পরিবারে এ ইফতার সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।  

ভাণ্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম প্রতিষ্ঠিত মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এ ইফতার সামগ্রী বিতরণের ব্যাতিক্রমী উদ্যোগ নেয়া হয়েছে। গত এক সপ্তাহ ধরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে একদল স্বেচ্ছাসেবক ৭০ হাজার পরিবারের জন্য ইফতার সামগ্রী প্যাকেটজাত করছেন। 

বুধবার (১৩ মার্চ) রমজানের দ্বিতীয় দিনে এ প্যাকেটজাত ইফতার সামগ্রী রোজদারদের ঘরে ঘরে পৌঁছে দেয়া কাজ শুরু করা হয়েছে। এতে প্রতিটি পরিবারের ছোলাবুট, চিড়া, মুড়ি, দুধ, সেমাই, তেল ও মসলাসহ ১৩ ধরণের খাদ্যসামগ্রী প্যাকেটজাত করে পরিবারগুলোর বাড়ির পৌঁছে দেয়া হচ্ছে।

টিএইচ