সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ভারতফেরত বাংলাদেশি যুবকের করোনা শনাক্ত

বেনাপোল প্রতিনিধি

ভারতফেরত বাংলাদেশি যুবকের করোনা শনাক্ত

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ভারতফেরত সাদ্দাম শেখ (১৯) নামের এক বাংলাদেশি যুবকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় তার শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। তবে এটি নতুন ভ্যারিয়েন্ট বিএফ-৭ নয়।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে করোনা আক্রান্ত যুবককে বেনাপোল ইমিগ্রেশন থেকে যশোর বক্ষব্যাধি হাসপাতালে নেওয়া হয়।

গত ১৩ নভেম্বর ভ্রমণ ভিসা নিয়ে তিনি ভারতের হায়দারাবাদ গিয়েছিলেন। তিনি খুলনার দৌলতপুর থানার মুনছুব শেখের ছেলে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ফেরত আসা করোনা পজিটিভ যুবককে যশোর বক্ষব্যাধি হাসপাতালে নেওয়া হয়েছে। করোনা সংক্রমণ রোধে সতর্কতার সঙ্গে কাজ করছে ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ।

টিএইচ