রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

‘ভারতের আধিপত্যবাদ ও দাদাগীরি ছাত্র জনতা মেনে নেবে না’

ফেনী প্রতিনিধি

‘ভারতের আধিপত্যবাদ ও দাদাগীরি ছাত্র জনতা মেনে নেবে না’

জামায়াতে ইসলামী কুমিল্লা অঞ্চলের টিম সদস্য ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেছেন, ২৪ এর ছাত্র জনতা ভারতের আধিপত্যবাদ ও তাদের দাদাগীরি আর মেনে নেবে না। কেউ কালো হাত বাড়ালে সেই হাত ভেঙে গুঁড়িয়ে দেয়া হবে। 

এ দেশের দশ কোটি যোদ্ধার বিশ কোটি হাত যে কোন আগ্রাসী শক্তির ষড়যন্ত্র রুখে দিতে সদা প্রস্তুত। শুক্রবার (২০ ডিসেম্বর) ফেনীর ফুলগাজী গার্লস হাইস্কুল মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফুলগাজী ইউনিয়ন আমির ডা. নুর নবীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অ্যাড. এসএম কামাল উদ্দিন, জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহিম ও ফুলগাজী উপজেলা আমির জামাল উদ্দিন চৌধুরী।

সভায় অধ্যাপক আবু ইউসুফ বলেন, আমরা ফেনী নদী ও মুহুরীর চর পুনরুদ্ধার করবো, মুহুরী কহুয়া নদীর পানির হিস্যা আন্তর্জাতিক আইন অনুযায়ী আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ।

সভায় শহর জামায়াতের আমির ইঞ্জি. নজরুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা সামাউন হাসানসহ ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টিএইচ