সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ভারসাম্যহীন নারীর গর্ভে জন্ম নেয়া নবজাতকের দায়িত্ব নিলো নিঃসন্তান দম্পতি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ভারসাম্যহীন নারীর গর্ভে জন্ম নেয়া নবজাতকের দায়িত্ব নিলো নিঃসন্তান দম্পতি

টাঙ্গাইলের মির্জাপুরে সড়কের পাশে নাম পরিচয়হীন এক মানসিক ভারসাম্যহীন নারীর গর্ভে জন্ম নেয়া সেই নবজাতককে দত্তক হিসেবে পেয়েছেন লাল মাহামুদ ও রিয়া মাহামুদ নিঃসন্তান দম্পতি। 

গত রোববার টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নবজাতককে তার নতুন অভিভাবকদের হাতে তুলে দেন জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার। নবজাতককে দত্তক নেয়া ওই দম্পতি একই জেলার ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের ভারই গ্রামের বাসিন্দা।

এসময় টাঙ্গাইল জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহ আলম, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনসহ জেলা প্রশাসক কার্যালয়ের অন্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন জানান, শিশুটি উদ্ধারের পর থেকেই কুমুদিনী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা ও যত্ন-সহকারে রাখা হয়েছিলো। 

শিশুটির গর্ভধারিনী মানসিক ভারসাম্যহীন হওয়ায় টাঙ্গাইল জেলা সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় শিশু কল্যাণ বোর্ডের সভায় রেজুলেশনের মাধ্যমে সভার সিদ্ধান্তানুযায়ী লাল মাহামুদ ও রিয়া মাহামুদ দম্পতির কাছে শিশুটিকে হস্তান্তর করা হয়। শিশুটির ভবিষ্যতের জন্য ব্যাংকে স্থায়ী আমানতও রাখা হয়েছে।

এদিকে সংবাদ প্রকাশের পর ওই মানসিক ভারসাম্যহীন নারীর পরিবার-স্বজনদের দৃষ্টিগোচর হলে তারা রোববার এসে তাকে হাসপাতাল থেকে নিয়ে গেলেও নবজাতক শিশুটিকে নিতে অস্বীকৃতি জানায়।

গত ৫ জুলাই) ঢাকা-টাঙ্গাইল পুরাতন মহাসড়ক বাহমহাটি যমুনা জেনারেল হাসপাতাল সংলগ্ন স্থানে মানসিক ভারসাম্যহীন ওই নারীকে মুমূর্ষু অবস্থায় দেখতে পেয়ে সন্তান প্রসব করতে সহযোগিতা করেন, মজিরন বেগম নামের স্থানীয় এক নারী। পরে সেখান থেকে নবজাতক শিশুটিকে ইউএনওর কাছে নিয়ে গেলে সে তাৎক্ষণিক সরকারি গাড়িযোগে ওই ভারসাম্যহীন নারীকেসহ কুমুদিনী হাসপাতালে ভর্তি করান। 

টিএইচ