সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক খানাখন্দে বেহাল অবস্থা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক খানাখন্দে বেহাল অবস্থা

ঢাকা-ময়মনসিংহ ফোরলেন সড়কের ভালুকা অংশের স্কয়ার মাস্টারবাড়ী, সিডস্টোর, ভরাডোবাসহ বিভিন্ন স্থানে সড়কের উভয়পাশে খানাখন্দের কারণে রাস্তার বেহাল অবস্থা। নিম্নমানের কাজ করার ফলে রাস্তা ভেঙে খানাখন্দে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মহাসড়কের বিভিন্ন অংশে খানাখন্দের কারণে যান চলাচলে ধীরগতি, মাঝে মধ্যেই গাড়ি উলটে যাওয়াসহ ছোট-বড় দুর্ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই যানজটের সৃষ্টি হয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন দূরপাল্লার যাত্রীসাধারণ ও পথচারীরা। 

পথচারী ও কয়েকজন চালকের অভিযোগ, রাস্তার অবস্থা অনেক বেশি খারাপ। চলাচল করা খুবই কষ্টকর। কিছুদিন পরপর নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে কাজ করলেও খুব বেশি দিন স্থায়ী হয় না। সড়ক দুর্ঘটনা যেন এই মহাসড়কের নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। এই মহাসড়কে গাড়ি চালানো অনেক ঝুঁকিপূর্ণ। গাড়ির ক্ষয়ক্ষতি হয়। অতিদ্রুত যেন রাস্তাটি পুনঃসংস্কার করে সড়ক ও জনপদ বিভাগ। 

ময়মনসিংহ সড়ক বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, আমাদের নিয়মিত মেরামতের কাজ চলছে। সিডস্টোর, স্কয়ার মাস্টারবাড়ি এলাকার জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে, ট্রেন্ডার হলে আরসিসি করা হবে।

টিএইচ