সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ভালুকায় পৃথক অভিযানে চুরিকৃত স্বর্ণ ও মাদকসহ চারজন গ্রেপ্তার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকায় পৃথক অভিযানে চুরিকৃত স্বর্ণ ও মাদকসহ চারজন গ্রেপ্তার

ময়মনসিংহের ভালুকায় স্বর্ণের দোকানে চুরির ঘটনায় জড়িত স্বর্ণালংকারসহ দুজন, মাদকসহ একজন ও ধর্ষণচেষ্টা মামলায় একজনসহ মোট ৪ আসামিকে গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

রোববার (২১ জানুয়ারি) মডেল থানার সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) আফরোজা নাজনীন জানান, ভালুকা উপজেলার বাটাজোর বাজারে হূদয় সুজয় জুয়েলার্স নামক স্বর্ণের দোকানে চুরির ঘটনায় দোকানের মালিক হূদয় চন্দ্র কর্মকার বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি মামলা নং-০৫ করে। 

ওই ঘটনায় সিসি টিভির ফুটেজ দেখে ও তথ্য প্রযুক্তির সহায়তায় ময়মনসিংহ পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) ময়মনসিংহের দিক নির্দেশনায় এবং ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দের তত্ত্বাবধানে এসআই (নি.) কাজল হোসেন, এসআই (নি.) মাহবুব অর রশিদ, এএসআই (নি.) সুজন চন্দ্র সাহা ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে গত শুক্রবার বাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্চারামপুর থানা এলাকা হতে ঘটনায় জড়িত আসামি আন্তজেলা চোর চক্রের সদস্য ওই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. দুলাল মিয়াকে গ্রেপ্তার করে। 

পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে গত শনিবার কেএমসি (চট্টগ্রাম) বাকুলিয়া থানাধীন মাস্টারপুল বউ বাজার এলাকা থেকে আরেক আসামি কুমিল্লার জেলার হুমনা থানার কলাগাছিয়া এলাকার শিশু মিয়ার ছেলে মো. আমির হোসেন ওরফে মোটা আমিরকে গ্রেপ্তার করে। এ সময় তার বাসা থেকে চোরাই স্বর্ণের আংটি ৫টি, কানের দুল ১০টি ও গলার কণ্ঠ পিকের ভাঙ্গা অংশসহ মোট তিন ভরি এক রতি এক পয়েন্ট স্বর্ণ উদ্ধার করা হয়। 

ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান গত শনিবার আরেক অভিযানে ভালুকা পৌরসভার সেভেনস্টার হোটেলের সামনে থেকে ১২ ব্যারেল বিদেশি মদসহ নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার কারনই গ্রামের হোসেন আলীর ছেলে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও উপজেলার ভান্ডাব এলাকার মুসলেম উদ্দিনের ছেলে ফরিদকে মডেল থানায় ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার করে। 

টিএইচ