সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ভালুকায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ

ময়মনসিংহের ভালুকায় বিয়ের প্রলোভনে এক তরুণীকে (১৯) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার (২৪ সেপ্টেম্বর) ভালুকা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন ধারায় মামলা করেছেন ভুক্তভোগী।

ধর্ষণে অভিযুক্তের নাম মোঃ সেলিম মিয়া (৩০)। সে উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন বড়-কাশর এলাকার মৃত আছর আলী (মেম্বার)’র ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই তরুণীর সঙ্গে প্রায় ৩ বছর ধওে প্রেমের সম্পর্ক সেলিমের। বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে নিয়ে শারিরিক মেলামেশা করেন, আগস্টের ২ তারিখে বিবাহের কথা বলে উপজেলার তেপান্তর আবাসিক হোটেলে নিয়ে ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করে। পরে বিয়ের কথা বললে ওই তরুনীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেয় সেলিম। ২২ সেপ্টেম্বর ঐ তরুণী বিয়ের দাবিতে অভিযুক্তের বাড়ীতে অবস্থান করে। ২৩  সেপ্টেম্বর বিকালে ভালুকা মডেল থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ওসি মো. কামাল হোসেন জানান, থানায় মামলা হয়েছে। ভিকটিমকে পুলিশ হেফাজতে রেখে মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে। আসামিকে ধরার চেষ্টা করা হচ্ছে।

কেএস