বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ভাষা সৈনিক মুক্তিযোদ্ধা মিয়া আব্দুল মতিন মারা গেছেন

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ভাষা সৈনিক মুক্তিযোদ্ধা মিয়া আব্দুল মতিন মারা গেছেন

বায়ান্নর ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মিয়া আব্দুল মতিন ভূঁইয়া মারা গেছেন। শনিবার (২১ অক্টোবর) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের টনকী গ্রামের বাসিন্দা মিয়া মতিন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও ৫ মেয়েসহ আত্মীয়- স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার আসর নামাজের পর টনকি কেন্দ্রীয় মসজিদ মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদা শেষে টনকি কেন্দ্রীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে শোক  প্রকাশ করেছে আইনমন্ত্রী আনিসুল হক এমপি ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য মো. সাইফুল ইসলামসহ উপজেলা আ.লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। 

টিএইচ