শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
The Daily Post

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ব্রিফিং

হবিগঞ্জ প্রতিনিধি

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ব্রিফিং

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১৫ পালন উপলক্ষে  বুধবার (১২ মার্চ) হবিগঞ্জ সিভিল সার্জনের সভাকক্ষে, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে, ভিটামিন এ প্লাসের কার্যকারিতা ও বিভিন্ন রোগ সম্পর্কে সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন।

ডা. নিজামউদ্দিন খাঁন, প্রধান অতিথি ছিলেন, সিভিল সার্জন রত্নদ্বীপ বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন, ডা. মখলিছুর রহমান উজ্জ্বল ডেপুটি সিভিল সার্জন। এছাড়া ও উপস্থিত ছিলেন হবিগঞ্জে কর্মরত সাংবাদিকরা।

সিভিল সার্জন রত্নদ্বীপ বিশ্বাস তিনি রোগ নিরোধ ও জাতীয় ভিটামিন এ প্লাস সম্পর্কে বিভিন্ন বিষয়াদি তুলে ধরেন। আগামী ১৫ মার্চ হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে শিশুদের ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। প্রতিটি এলাকার প্রত্যেক শিশু যেন, ভিটামিন এ প্লাস খেতে পায়। বাদ পরে না বিষয়টি সকলের মাঝে তুলে ধরার আহ্বান জানান জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান উদ্বোধন করবেন। এমনটাই জানিয়েছেন সিভিল সার্জন।

টিএইচ