বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

ভুবনেশ্বর নদে কুমির আতঙ্ক সতর্ক করতে মসজিদের মাইকে প্রচার

ফরিদপুর প্রতিনিধি

ভুবনেশ্বর নদে কুমির আতঙ্ক সতর্ক করতে মসজিদের মাইকে প্রচার

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের ভুবনেশ্বর নদে একটি কুমিরের দেখা মিলেছে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় এলাকাবাসীদের সতর্ক করতে এশার নামাজের পর মসজিদের মাইকে প্রচার করা হয়েছে। খবর পেয়ে চরভদ্রাসন থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

গত বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কুমিরটি তেলিডাঙ্গি এলাকায় অবস্থান করছিল বলে এলাকাবাসী জানায়। এর আগে বুধবার বিকেলে প্রথম দফায় গাজিরটেক ইউনিয়নের ভুবনেশ্বর নদে ব্যাপারীর ডাঙ্গি গ্রামের লোকমান মাতুব্বরের বাড়ি সংলগ্ন এলাকায়  কুমিরটি দেখা যায় বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমান জানান, গত বুধবার দিনগত রাতে প্রথম দফায় ওই গ্রামের লোকমান মাতুব্বরের বাড়ির কাছে একটি বাঁশের সাঁকোর নিচে কুমিরটি দেখতে পায়। কুমিরটি ১৫ থেকে ২০ মিনিট পর পর পানি থেকে মাথা উঠিয়ে আবার ডুব দিচ্ছিল।

এ ব্যাপারে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কাউছার ব্যাপারী বলেন, বৃহস্পতিবার সকালে কুমিরটি আগের জায়গা থেকে প্রায় এক কিলোমিটার দূরে ভাটিতে তেলিডাঙ্গি সিকদার ডাঙ্গি এলাকায় অবস্থান করছে। সেখানে নদের পানিতে কিছু সময় পর পর মাথা তুলে আবার ডুব দিচ্ছে কুমিরটি। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী মোর্শেদ বলেন, বিষয়টি বনবিভাগসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সংশ্লিষ্টরা খুব শিগগিরই কুমিরটিকে উদ্ধার করবেন বলে জানিয়েছেন। এলাকাবাসীকে সতর্ক থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।

ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা গোলাম কুদ্দুস ভূঁইয়া বলেন, বিষয়টি জানার পর খুলনা বিভাগীয় অফিসে জানানো হয়েছে। তারা সেখান থেকে কুমিরটি উদ্ধারে একটি টিম পাঠানোর ব্যবস্থা করছে।

এ বিষয়ে খুলনা বিভাগীয় বন অধিদপ্তরের মৎস্য বিশেষজ্ঞ মফিজুর রহমান চৌধুরী বলেন, স্থানীয় কর্মকর্তাদের মাধ্যমে কুমিরটির অবস্থান সম্পর্কে খোঁজখবর নেয়া হচ্ছে। শিগগিরই আমাদের একটি টিমকে উদ্ধার অভিযানে পাঠানো হবে।

টিএইচ