সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ভুরুঙ্গামারীতে ফেনসিডিলসহ একজন গ্রেপ্তার

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ভুরুঙ্গামারীতে ফেনসিডিলসহ একজন গ্রেপ্তার

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ১৪০ বোতল ফেনসিডিলসহ আশরাফ আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ এপ্রিল) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। সে ভুরুঙ্গামারী ইউনিয়নের মানিককাজী গ্রামের জাফর আলীর ছেলে। 

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়।

শনিবার (২৯ এপ্রিল) ভোরে পুলিশ বুরুঙ্গামারী ইউনিয়নের বাগভান্ডার এলাকা থেকে আশরাফ আলীকে গ্রেপ্তার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আশরাফ একটি স্কুলব্যাগ ও একটি প্ল্যাস্টিকের বাজার ব্যাগ ফেলে পালাতে চেষ্টা করে। পুলিশ ওই ব্যাগ দুটির ভেতর থেকে ১৪০ বোতল ফেনিসিডিল জব্দ করে।

ভুরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম বলেন, আশরাফ আলীর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে। সে এলাকায় মাদক সম্রাট হিসেবে পরিচিত। 

টিএইচ