রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ভূঞাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ভূঞাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে চান্সপ্রাপ্ত ৩৭ জন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার (২২ জুন) অনলাইনভিত্তিক স্থানীয় সামাজিক সেবামূলক, সেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন ‘প্রতিভা যুব ও ছাত্র সংগঠন’ এর উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইব্রাহীম খাঁ সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মো. আনোয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম। 

বিশেষ অতিথি ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশীদ, সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ আহসান উল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আফরিন খানম (লোপা), সুশাসনের জন্য নাগরিক (সুজন) ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মির্জা মহীউদ্দিন, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক প্রমুখ।

এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা মো. রেজওয়ানুল করিম রানা, সভাপতি নাঈম হাসান, সহ-সভাপতি জুবায়ের হাসান রুমন ড. মাহমুদুল হাসান শাকিল, সাধারণ সম্পাদক ইমন সাদিক সুজন, যুগ্ম সম্পাদক ইয়ামিন ইসলাম ইমন, সাংগঠনিক সম্পাদক মো. রনি, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, নারীবিষয়ক সম্পাদক কাজল সূত্রধরসহ সাংবাদিক ও সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

টিএইচ