সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ভূঞাপুরে মন্দির পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ভূঞাপুরে মন্দির পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন মন্দির পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু। এসময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন।  গত রোববার রাতে উপজেলা পৌর শহরের শিয়ালকোল ও উপজেলার গোবিন্দাসীর ভালকুটিয়ায় মন্দির পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ সরোয়ার হোসেন, (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরফুদ্দীন, ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক  প্রমুখ।

এসময় টাঙ্গাইলের জেলা পুলিশ সুপার বলেন- আমরা সবাই ভাই ভাই, আপনারা আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উৎসব পালন করবেন। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে। 

টিএইচ