সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ভূমি সেবায় নতুন চমক ভূমির পাঠশালা

রাজশাহী ব্যুরো

ভূমি সেবায় নতুন চমক ভূমির পাঠশালা

রাজশাহীর পবায় ভূমি সংক্রান্ত সামগ্রিক বিষয় তুলে ধরার জন্য ‘ভূমির পাঠশালা’ উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা ভূমি অফিস চত্বরে এ পাঠশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার জানান, ভূমির পাঠশালা একটি ব্যতিক্রমী উদ্যোগ। যার উদ্দেশ্য হচ্ছে নাগরিকদের ভূমি সংক্রান্ত সামগ্রিক জ্ঞান প্রদান করা। এর মাধ্যমে তাদের ভবিষ্যত স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, ভূমি নিয়ে মানুষের ভোগান্তি সৃষ্টির শুরু থেকেই। আর বাংলাদেশে অধিকাংশ পরিবারেই ভূমি সংক্রান্ত জটিলতা রয়েছে। অথচ এ ভূমি নিয়েই মানুষের জ্ঞানচর্চা সবচেয়ে কম। তাই ‘ভূমির পাঠশালা’ ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ইউএনও আবু সালেহ মোহাম্মদ হাসনাতের সভাপতিত্বে এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।

টিএইচ