শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে আট ঘর পুড়ে গেছে

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে আট ঘর পুড়ে গেছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে নগদ টাকাসহ ৮টি ঘর পুড়ে গেছে। আগুনে পুড়ে মারা গেছে চারটি গরু। গত বৃহস্পতিবার রাতে ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী ব্রিজপাড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে পাটেশ্বরী ব্রিজপাড় এলাকার আব্দুর রশিদ বাঘার ঘরে আগুন লাগে। সে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আব্দুর রশিদের ৩টি, মর্জিনা বেগমের ৩টি, আছর আলীর ১টি ও তাজেল উদ্দিনের ১টি ঘর পুড়ে যায়। এতে ঘরগুলোতে থাকা যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।

মর্জিনা বেগম বলেন, আমরা নদী ভাঙা মানুষ। ঘরে যা ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে। এক মেয়ে কলেজ পড়ে, আরেক মেয়ে এবার এসএসসি পরীক্ষা দিবে। আগুনে তাদের সব বইখাতা পুড়ে গেছে।

আব্দুর রশিদ বলেন, গোয়াল ঘরে আগুন লাগায় ৪টি গরু পুড়ে মারা গেছে। আরও ৪টি গরু দগ্ধ হয়েছে। মারাত্মক দগ্ধ ২টি গরুকে জবাই করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস রাতে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের ১০টি কম্বল দিয়েছেন।

কুড়িগ্রাম-১ আসনের এমপি একেএম মোস্তাফিজুর রহমান মোস্তাকের পক্ষ থেকে পাইকেরছড়া ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার শুক্রবার (২৬ জানুয়ারি) ক্ষতিগ্রস্তদের হাতে ২০ হাজার টাকা তুলে দেন।

টিএইচ