বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ভেদরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

ভেদরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ

আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনের আমেজ শুরু না হতেই শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় নির্বাচনি প্রচার প্রচারণা চালাচ্ছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা ভেদরগঞ্জ উপজেলাটি ভেদরগঞ্জ ও সখিপুর দুটি থানা নিয়ে গঠিত। 

উপজেলায় মোট ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সমন্বয়ে গঠিত। এ উপজেলায় সম্ভাব্য কয়েকজন চেয়ারম্যান প্রার্থীর নাম উঠে এলেও নির্বাচনি প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন বুয়েট ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য ও  সখিপুর থানা আ.লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য চরভাগা ইউনিয়নের ইঞ্জিনিয়ার ওয়াছেল কবির গুলফাম ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সখিপুর থানা আ.লীগের সভাপতি হুমায়ূন কবির মোল্লা। 

ইতোমধ্যে ভোটারদের আকৃষ্ট করতে নিজেদের পরিচয় তুলে ধরছেন এবং ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে দোয়া কামনা করছেন। বিভিন্ন হাট-বাজারে গিয়ে প্রার্থিতা জানান দিয়ে ভোটারদের সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করছেন। তারা এলাকার ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন। 

নির্বাচন কমিশন এবার চার ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে আগামী ৪মে প্রথম ধাপ অনুষ্ঠিত হবে। এরপর ১১ মে দ্বিতীয়, ১৮ মে তৃতীয় ও ২৫ মে চতুর্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী  শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন  আগামী ৪ মে অনুষ্ঠিত হবে।

এদিকে নির্বাচন ঘনিয়ে আসায় প্রার্থীর কর্মী-সমর্থকরা লিফলেট বিতরণ, মোটর সাইকেল সোডাউন, উঠান বৈঠক, ব্যানার, ফেস্টুন ও পোস্টার দিয়ে নির্বাচনি প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ উপজেলায় মোট ভোটার দুই লাখ ৩০ হাজার ৯০২ ভোট। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ২০ হাজার ৯৮০ ভোট। মহিলা ভোটার এক লাখ ৯ হাজার ৯২২ ভোট।

টিএইচ