কুষ্টিয়ার ভেড়ামারায় ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে অবৈধ ৬টি ভাটা বন্ধ ও ২টি ভাটাকে ১ লাখ টাকা জরিমানা করেন ইউএনও রফিকুল ইসলাম। বৃহস্পতিবার (৬ মার্চ) ভেড়ামারা ইউএনও উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালিত হয় এর মধ্যে ৬ টি অবৈধ ইটভাটা বন্ধ করে দেয়া হয়।
এবং ইটভাটার মূল ফটোকে বন্ধেও ব্যানার টাঙিয়ে সিলগালা মেরে দেন। ভাটাগুলো হলো, এম এম বি ব্রিকস বেকাপুল, একতারা ব্রিকস বারোমাইল, জিন্না ব্রিকস বারোমাইল, এম এইচ ব্রিকস বারোমাইল, আর এম ব্রিকস বারমাইল, এম আর ব্রিকস ১০ মাইল, বাকি দুটি ভাটাকে ১ লাখ টাকা জরিমানা করা হয় ভাটাগুলো হলো- আর এম বি ব্রিকস কে ৫০ হাজার টাকা ও এম আর আই ১ ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে ভেড়ামারা ইউএনও বলেন, ভেড়ামারা উপজেলা ৪৪ টি ইটভাটা রয়েছে। এদের মধ্যে ৩০টি ইটভাটা হাইকোর্টের রিটপিটিশন কার্যক্রম চলমান রয়েছে। তিনটি ভাটার লাইসেন্স আছে।
১১টি ইটভাটার কোন কাগজপত্র নেই তার মধ্যে ৬টি ইটভাটাকে আজকে বন্ধ করে দেয়া হয়েছে। আগামীতে অবৈধ কোন ইটভাটা চলতে পারবে না। এ অভিযান চলমান থাকবে।
টিএইচ