বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
The Daily Post

ভেড়ামারায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

ভেড়ামারায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মঙ্গলবার (১৮ মার্চ) উপজেলা কনফারেন্স রুমে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

ভেড়ামারা ইউএনও রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় অতিথিদের মধ্যে অনেকেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন। বর্তমানে পার্শ্ববর্তী উপজেলা থেকে ভেড়ামারা উপজেলার পরিস্থিতির সেই তুলনায় অনেকটা ভালো বলে সন্তুষ্ট প্রকাশ করে। রমজান মাসে ফুটপাত দখল করে বাজার বসতে না পারে এবং শহরের ভেতরে যানজট নিরসনে ও অতিরিক্ত মূল্য বৃদ্ধি করে জিনিসপত্র বিক্রি করতে না পারে সেজন্য মোবাইল কোট পরিচালনা করা হয়।

এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, ভেড়ামারা থানার ওসি তদন্ত রাকিবুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু দাউদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মী শিরিন, উপজেলা সমবায় কর্মকর্তা নাজবিন নাহার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল আহমেদসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকরা।

এ সভায় সমপ্রতিকালে থানার বিভিন্ন স্থানে চুরি, ছিনতাইসহ মাদক চোরাচালান বৃদ্ধি না পাওয়ায় সেই বিষয় নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী সজাগ থাকে এবং আইন-শৃংখলার অবনতি যেন না হয়।

টিএইচ