বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
The Daily Post

ভেড়ামারায় বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

ভেড়ামারায় বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

কুষ্টিয়ার ভেড়ামারায় সেনাবাহিনী অভিযান চালিয়ে উপজেলা বিএনপির এক নেতার বাড়ি থেকে ২টি দেশি অস্ত্র, ১১ রাউন্ড তাজা গুলিসহ ভেড়াামরা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রোকনুজ্জামান রোকন ও তার ভাই বিএনপি নেতা কাকনকে আটক করেছে সেনাবাহিনী।

সোমবার (২৪ মার্চ) ভোরে উপজেলার আড়কান্দি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তবে রোকনের পরিবার দাবি, ষড়যন্ত্রমূলকভাবে প্রতিপক্ষ রাজনৈতিকরা এমনটি ঘটিয়েছে।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত শনিবার রাত ৮টা থেকে উপজেলার আড়কান্দি এলাকায় আ.লীগ ও বিএনপির মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় উভয়পক্ষ থেকে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনার অভিযোগ ওঠে।

এরপরই বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে ইউনিয়ন আ.লীগের সভাপতি শামীমের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। অগ্নি সংযোগ করে ৩টি প্রাইভেট কার ও ১টি মোটরসাইকেলে। বাড়ির সামনে থাকা সিসি ক্যামেরা ও এসি ভাঙচুর করা হয়।

এ ঘটনার প্রেক্ষিতে সোমবার (২৪ মার্চ) ভোরে সেনাবাহিনীর চৌকস একটি দল অভিযান চালায় ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রোকনুজ্জামান রোকনের বাড়িতে। এ বিষয়ে ভেড়ামারা থানায় মামলা হয়েছে।

এ বিষয়ে ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. তৌহিদুল ইসলাম আলম বলেন, বিএনপি নেতা রোকনুজ্জামান রোকনের উপর গত ৩০ আগস্ট হামলা চালায় প্রতিপক্ষ রাজনৈতিকরা। সোমবার (২৪ মার্চ) পরিকল্পিতভাবে আ.লীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে রোকন ও বিএনপি নেতাদের উপর দায় চাপিয়ে দেয়া হয়েছে।

টিএইচ