কুষ্টিয়ার ভেড়ামারায় বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) ভেড়ামারা উপজেলার মোকারামপুর ইউনিয়নের ফকিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শহীদ জিয়া স্মৃতি সংসদ এবং ফকিরাবাদ একতা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বিএনপি কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক সদস্য সচিব এবং ভেড়ামারা উপজেলা ও পৌর শাখার নির্বাচিত আহ্বায়ক, সদস্য সচিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সম্মানিত সদস্য, সদস্য ও অঙ্গ ও সহযোগী সংগঠন সদস্য সচিবদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফকিরাবাদ ক্লাব স্পোর্টিং ক্লাবের সভাপতি অজ্ঝাড. আবু সাইদ শামিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কুতুব উদ্দিন বিএনপির কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক, জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।
বক্তব্য দেন- অজ্ঝাড. তৌহিদুল ইসলাম আলম ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ ভেড়ামারা, শাহাজান আলী উপজেলা বিএনপির সদস্য সচিব ও চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) উপজেলা পরিষদ ভেড়ামারা, শফিকুল ইসলাম বিশু সিনিয়র যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি প্রমুখ।
টিএইচ