শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

ভেড়ামারায় ভ্রাম্যমাণ আদালতে ভুয়া ডাক্তারে কারাদণ্ড

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

ভেড়ামারায় ভ্রাম্যমাণ আদালতে ভুয়া ডাক্তারে কারাদণ্ড

কুষ্টিয়া ভেড়ামারা উপজেলায় নিরাময় ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে রোগী দেখা অবস্থায় ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সিভিল সার্জেন ও ইউএনও নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযানে গেলে প্রমাণের ভিত্তিতে ভুয়া ডাক্তার মোহাম্মদ মেহেদী হাসান রাসেলকে ৩ মাসের জেল ও ২০ হাজার টাকা জরিমানা করেন। 

মো. রফিকুল ইসলাম ইউএনও বলেন, মেহেদী হাসান উনার নাম পদবী ব্যবহার করে নিরাময় ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টারে চিকিৎসা দিচ্ছিল। 

সিভিল সার্জনের কাছে অভিযোগ আসে তার প্রেক্ষিতে একটা অভিযান পরিচালনা করা হয় এবং ভুয়া ডাক্তার পাওয়া যায়। যেহেতু আরেক জনের নাম পদবী ব্যবহার করে এবং এমবিবিএস ডাক্তারের পরিচয় দিয়েছে সেজন্য তাকে আইনের আওতায় এনে জেল, জরিমানা করা হয়। 

মো. আকুল উদ্দিন সিভিল সার্জন কুষ্টিয়া তিনি বলেন, আমরা ভুয়া ডাক্তার মেসেজ পেয়ে এখানে এসেছিলাম তার সত্যতা পায় এবং সঠিক বলে মনে হয় তখন আমি ইউএনওকে ফোন দেই উনি আসেন এবং আইনি ব্যবস্থা গ্রহণ করেন। 

নিরাময় ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টারের মালিক মো. আবু বক্কর 

টিএইচ