কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায় দুস্থ শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ভেড়ামারা উপজেলা ঘোড়েশার মাজার সোলেমান শার মাজারসহ ফুটপথে থাকা অসহায়-দুস্থ শীতার্তদের মধ্যে বিনামূল্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নের ক্রয়কৃত (কম্বল) উপজেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হয়েছে।
কম্বল বিতরণ উপলক্ষে ইউএনও রফিকুল ইসলাম জানান, বিগত কয়েকদিন ভেড়ামারা উপজেলায় শীতের প্রকটে সমাজের অসহায়-দুস্থ ছিন্নমূল মানুষেরা যেন কষ্ট না পাই সেজন্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, শহীদুল্লাহ ভেড়ামারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কর্মকর্তা।
টিএইচ