রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ভেড়ামারায় হস্তশিল্প প্রশিক্ষণের উদ্বোধন

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

ভেড়ামারায় হস্তশিল্প প্রশিক্ষণের উদ্বোধন

ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজের পাশে ঝুড়িপাড়ায় দশ দিনব্যাপী হস্তশিল্প প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভেড়ামারা পৌরসভার আয়োজিত নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রোগ্রাম  নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির আওতায় ESIAP বাস্তবায়নের লক্ষ্যে দরিদ্র নারীদের আয় বর্ধনামূলক কর্মসংস্থান সৃষ্টিতে বাঁশ ও বেত দ্বারা তৈরি ১০  দিনব্যাপী হস্তশিল্প প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়। 

প্রশিক্ষণের উদ্বোধন করেন ইউএনও ও প্রশাসক ভেড়ামারা পৌরসভা রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন গোলাম সারোয়ার সহকারী প্রকৌশলী ভেড়ামারা পৌরসভা, সোহানুর রহমান শিশির উপসহকারী প্রকৌশলী ভেড়ামারা পৌরসভা, চঞ্চল হোসেন সি ডি এ ওটএওচ, ইফতে খাইরুল সি ডি এ ওটএওচ, চন্দন বিশ্বাস সহকারী প্রকৌশলী ওটএওচ, রবিউল ইসলাম প্রধান সহকারী ভেড়ামারা পৌরসভা, এছাড়াও প্রশিক্ষণ নেয়া নারীরা উপস্থিত ছিলেন। 

টিএইচ