বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ভৈরবে গণসংযোগের মাধ্যমে পাপনের নির্বাচনী যাত্রা শুরু

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ভৈরবে গণসংযোগের মাধ্যমে পাপনের নির্বাচনী যাত্রা শুরু

কিশোরগঞ্জরে ভৈরবে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ করেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের এমপি ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গত বৃহস্পতিবার দিনব্যাপী ভৈরব পৌর শহরের চণ্ডিবের এলাকায় গণসংযোগের মাধ্যমে নির্বাচনী যাত্রা শুরু করেন। 

গণসংযোগে তার সাথে ছিলেন সহধর্মিণী বেক্সিমকো ফার্মা লি. এর পরিচালক রোকসানা হাসান, ভৈরব পৌর মেয়র মো. ইফতেখার হোসেন বেনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, কিশোরগঞ্জ জেলা পরিষদ সাবেক প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মির্জা সোলায়মান, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের একান্ত সচিব অধ্যাপক লুৎফুর রহমান ফুলু প্রমুখ। 

দিনব্যাপী ভৈরব পৌর শহরের চণ্ডিবের এলাকায় কয়লা সমিতি, পংকু মিয়া বাজার, মোল্লা বাড়ি, খাঁ বাড়ি, হাসপাতাল রোড, দড়ি চণ্ডিবের এলাকায় বিকেল ৫টা পর্যন্ত খণ্ড খণ্ডভাবে স্থানীয় নেতাদের সাথে গণসংযোগের মাধ্যমে তাদের চাওয়া-পাওয়া নিয়ে আলোচনা করেন এবং আগামী নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান। 

টিএইচ