বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ভৈরবে ডাকাতের হামলায় ব্যবসায়ী নিহত

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি 

ভৈরবে ডাকাতের হামলায় ব্যবসায়ী নিহত

কিশোরগঞ্জরে ভৈরবের আঞ্চলিক মহাসড়কে কালিকাপ্রসাদের বিসিক শিল্প নগরীর সামনে ডাকাতের হামলায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত হয়েছে। ভৈরব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বিষয়টি জানিয়েছেন। 

গত শনিবার রাতে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কালিকপ্রসাদ বিসিকের সামনে থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। নিহতের নাম সজিব মিয়া বলে জানা গেছে। নিহতের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার ঘাগটিয়া গ্রামে। 

নিহতের স্বজনদের দাবি গত শনিবার রাতে শহরের জগন্নাথপুর থেকে মোটরসাইকেল যোগে কুলিয়ারচরে যাওয়ার প্রাক্কালে কালিকাপ্রসাদ বিসিক শিল্প নগরীর কাছে পৌঁছলে আগ থেকে ওৎ পেতে থাকা ডাকাত দল রশি দিয়ে গলায় পেচিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে নীচে ফেলে দেয়। এ সময় ডাকাতরা তাকে গলায় রশি দিয়ে পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় । 

খবর পেয়ে ভৈরব থানা ও হাইওয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

এ বিষয়ে ভৈরব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম জানান, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তবে আমারা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে

টিএইচ