শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১
The Daily Post

ভৈরবে পাদুকা শিল্পের ই-ডিরেক্টরি উদ্বোধন

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ভৈরবে পাদুকা শিল্পের ই-ডিরেক্টরি উদ্বোধন

স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে, প্রবৃদ্ধি আছে আপনার পাশে এ শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে পাদুকা শিল্পের ই-ডিরেক্টরি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) উপজেলা বঙ্গবন্ধু হলে ই-ডিরেক্টরির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম গোলাম মোর্শেদ খান। 

এতে সভাপতিত্ব করেন ভৈরব পৌরমেয়র ইফতেখার হোসেন বেনু। উদ্বোধনের আগে  অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খান ও সভাপতি পৌরমেয়র ইফতেখার হোসেন বেনু বক্তব্য রাখেন। 

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভৈরব পৌর নির্বাহী অফিসার মো. ফারুক, ঢাকা বিশ্ববিদ্যালয় আইএলইটির প্রভাষক মুক্তার আলম, ভৈরব পাদুকা কারখানা মালিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. আল আমিন মিয়া, কোষাদক্ষ আশরাফ উদ্দিন প্রমুখ। 

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, ভৈরব পাদুকা কারখানা মালিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. আল আমিন মিয়া ও সাধারণ সম্পাদক মো. সবুজ মিয়া। ওয়েবসাইট প্রস্তুতকারী অংশীদার ছিলেন বিটনিক টেকনোলজি। সহযোগিতায় ছিলেন, প্রবৃদ্ধি, ভৈরব পৌরসভা, ভৈরব পাদুকা, সুইজারল্যান্ড ভিত্তিক আর্ন্তজাতিক সংস্থা সুইস কন্টাক্ট।

টিএইচ