রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ভৈরবে লঞ্চে উঠতে গিয়ে পানিতে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ভৈরবে লঞ্চে উঠতে গিয়ে পানিতে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরবে বন্ধুদের সঙ্গে লঞ্চে উঠতে গিয়ে পানিতে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম আল ইসলাম। সে ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী আলাউদ্দিনের পুত্র। তার বাড়ি পৌর শহরের চন্ডিবের গ্রামে। 

দেড় বছর আগে স্কলারশিপ নিয়ে জার্মান যায় পড়াশোনার জন্য। ঈদের আগে সে ছুটিতে বাড়ি আসে। গত সোমবার রাতে ভৈরব বাজার লঞ্চ টার্মিনালে এ ঘটনা ঘটে। ভৈরব বাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুল হক রাজন এতথ্য নিশ্চিত করেন।

খবর পেয়ে ভৈরব নৌ পুলিশ ইউনিট ও ফায়ার সার্ভিসের কর্মীরা ৪০মিনিট উদ্ধার কার্যক্রম শেষে মুমূর্ষু অবস্থায় আল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানান, আল ইসলাম গত ৮ এপ্রিল জার্মান থেকে ছুটিতে দেশে আসেন পরিবার পরিজনের সঙ্গে ঈদ করার জন্য। গত সোমবার রাতে বন্ধুদের সঙ্গে নদীর পাড়ে আড্ডা দিতে গিয়ে লঞ্চে উঠতে যায়। এ সময় পা পিছলে নদীতে পড়ে যায়। 

পরে নৌ পুলিশকে খবর দিলে আধাঘণ্টা চেষ্টা পর ডুবন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ভৈরব নৌ পুলিশ ইউনিটের উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ডুবুরি মাধ্যমে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

টিএইচ