রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ভৈরবে হাট থেকে দৌড়ে রেল সেতুতে গরু আধা ঘণ্টা থামলো ট্রেন

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ভৈরবে হাট থেকে দৌড়ে রেল সেতুতে গরু আধা ঘণ্টা থামলো ট্রেন

কিশোরগঞ্জের ভৈরবে রেল লাইনের পাশে কোরবানি গরু মহিষের হাট থেকে একটি গরু ছুটে গিয়ে উঠে পড়ে রেলওয়ে সেতুর উপর। সেতুতে উঠেই গরুটি পিছনের দুটি পা ফাঁকে ঢুকে গিয়ে ফেঁসে যায়।

এসময় ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮টা ৩৩মিনিটে ভৈরব রেলওয়ে জংশন ছেড়ে সেতুতে উঠার আগেই প্রত্যক্ষদর্শী এক যুবক পড়নের লাল শার্ট উড়িয়ে ট্রেন থামানোর চেষ্টা করলে যথাসময়ে চালক ট্রেনটি থামান। এ ঘটনায় ট্রেনটি ৩০মিনিট আটকা ছিলো। 

পরে গরুর মালিকসহ স্থানীয়রা গরুটি উদ্ধার করার পর কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেন। বুধবার (১২ জুন) এ ঘটনাটি ঘটেছে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথের কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীর উপর নির্মিত শহীদ হাবিলদার আবদুল হালিম রেল সেতুতে।

এ বিষয়ে ভৈরব স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাধন চন্দ্র বর্মন জানান, সকাল ৮টা ৩৩ মিনিটে পর্যটকবাহী ট্রেনটি ভৈরব স্টেশন ত্যাগ করে কিন্তু রেল সেতুতে গরু উঠে পড়ায় সেখানে দাঁড়িয়ে যায়। পরে গরু সরিয়ে নিলে আধা ঘণ্টা পর ট্রেনটি সেতু অতিক্রম করে।

টিএইচ