শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১
The Daily Post

ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে বরিশালের বিভাগীয় কমিশনারের মতবিনিময়

বরিশাল ব্যুরো  

ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে বরিশালের বিভাগীয় কমিশনারের মতবিনিময়

নির্বাচন নিয়ে আমরা একটা অনন্য উচ্চতায় পৌঁছে গেছি। সেখান থেকে ফেরার কোন সুযোগ নেই। যেকোন মূল্যে আমরা তা ধরে রেখে সুষ্ঠু নির্বাচনের উদাহরণ সৃষ্টি করতে চাই। 

আগামী ২৯মে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জেলার গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও দায়িত্বরত ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে রোববার (২৬ মে) মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। 

তিনি আরও বলেন, যতোবড় ক্ষমতাশালী হোকনা কেন, কেউ ক্ষমতার অপব্যবহার করতে পারবেন না। জাল ভোটের তো প্রশ্নই ওঠেনা। যদি একটি জাল ভোটও পরে সঙ্গে সঙ্গে সেই ভোট কেন্দ্র বন্ধ করে দেয়া হবে। 

এসময় স্থানীয় এমপি ও আ.লীগের সাংগঠনিক সিদ্ধান্তে প্রার্থী হওয়ার কথা ঘোষণা দেয়া আগৈলঝাড়া উপজেলার আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী আব্দুর রইচ সেরনিয়াবাত, গৌরনদীর প্রার্থী হারিছুর রহমানসহ ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং ভোটদানকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিএইচ