সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post
বাসাইল পৌর নির্বাচন

ভোটের মাঠে ত্রিমুখী লড়াই

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

ভোটের মাঠে ত্রিমুখী লড়াই

আর মাত্র কয়েক দিনবাকি। তারপরেই অবসান হবে সকল জল্পনা- কল্পনা, কে হবে বাসাইলের পরবর্তী পৌর পিতা। ঘরে-বাইরে, পথে-প্রান্তরে, চায়ের দোকান, বাজার-ঘাটে সব জায়গায় এখন একই আলোচনা।  

এই পৌরসভায় এবার ভোটযুদ্ধে মেয়র পদে লড়ছেন তিন প্রার্থী। সাধারণ কাউন্সিলর পদে লড়ছেন ২৭ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১০জন। মেয়র পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস শোনা যাচ্ছে।

 এ নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আ.লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, কৃষক শ্রমিক জনতালীগ সমর্থিত গামছা প্রতীকের প্রার্থী রাহাত হাসান টিপু ও নারিকেল গাছ প্রতীকে বিএনপির বহিষ্কৃত নেতা সতন্ত্র প্রার্থী এনামুল করিম অটল। 

দলীয় নির্দেশনা অমান্য করে নির্বাচনে মেয়র পদে অংশ নেয়ায় বিএনপি নেতা এনামুল করিম অটলকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। এজন্য বিএনপির শীর্ষ পর্যায়ের কোনও নেতাকে প্রকাশ্যে তার পক্ষে কাজ করতে দেখা যাচ্ছে না। দলীয় সমর্থন না থাকায় তিনি কিছুটা বেকায়দায় রয়েছেন। 

তবে বিএনপির ভোট সঠিকভাবে প্রয়োগ হলে অবস্থান ভালো হতে পারে তার। আর উপজেলা আওয়ামী লীগের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল থাকায় কিছুটা চাপে রয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আব্দুর রহিম আহমেদ। তার ভোটব্যাংক থাকায় গত নির্বাচনেও তিনি সুবিধা পেয়েছিলেন। ভোটব্যাংক আর দলীয় সমর্থন সঠিকভাবে কাজ হলে কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকবেন তিনি। 

অপরদিকে, উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি রাহাত হাসান টিপুর দলীয় সমর্থন ও দলে কোন্দল না থাকায় বেশ ভালো অবস্থানে রয়েছেন তিনি। তাকে জয়ী করতে মাঠে নেমেছেন কাদের সিদ্দিকী বীরউত্তম। তিনি প্রায় প্রত্যেকদিন নির্বাচনি মাঠে গিয়ে প্রার্থীর পক্ষে ভোট প্রত্যাশায় পথসভা করছেন। 

রাহাত হাসান টিপু এর আগেও নির্বাচনে অংশ নিয়েছিলেন। অন্য সময়ের চেয়ে এবার তার অবস্থান বেশ শক্ত। তবে সব মিলিয়ে এ নির্বাচনে ত্রিমুখী ভোটযুদ্ধের আভাস পাওয়া যাচ্ছে। 

এদিকে, সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে লড়ছেন বর্তমান কাউন্সিলর হাফিজুর রহমান ভূইয়া (পানির বোতল), তায়েজ (উটপাখি), কামরুল খান (পাঞ্জাবি) ও আলমগীর হোসেন (ডালিম), ২নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সাহানুর রহমান ভূইয়া জুয়েল (উটপাখি) ও নবীনুর রহমান খান (ডালিম), ৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বাবুল আহমেদ (উটপাখি), নাছির খান (ডালিম), রাসেল খানশূর (পাঞ্জাবি) ও সবুজ মিয়া (পানির বোতল), ৪নং ওয়ার্ডে রেজুয়ান খান লিটু (পাঞ্জাবি), রফিকুল ইসলাম (ডালিম) ও শাকিল খান (উটপাখি), ৫নং ওয়ার্ডে সাইফুল ইসলাম (উটপাখি) ও আরিফুল ইসলাম (ডালিম), ৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শাহ আলম মিয়া (ডালিম), প্রিন্স মাহমুদ (উটপাখি) ও আরিফ আল মামুন (পাঞ্জাবি), ৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জাকির হোসেন (ডালিম), আরিফুল ইসলাম (উটপাখি), স্বপন কুমার সরকার (পাঞ্জাবি) ও মোন্নান মিয়া (পানির বোতল), ৮নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সাজ্জাদ হোসেন আলাল (উটপাখি) ও শাহিনুর সিদ্দিকী (ডালিম), ৯নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর এইচএম এরশাদ আলম (পাঞ্জাবি), নাসিরুল ইসলাম (উটপাখি), তায়েব হোসেন (পানির বোতল)। সংরক্ষিত মহিলা কাউন্সিলর আসনে লড়ছেন ১নং ওয়ার্ডে ববিতা আক্তার (অটোরিকশা), রাবেয়া বেগম (আনারস), মেরিন সিদ্দিকা (চশমা), ২নং ওয়ার্ডে শিউলী বেগম (আনারস), শিউলী আক্তার (চশমা), মামনি (জবা ফুল), ৩নং ওয়ার্ডে সেলিনা বেগম (আনারস), রোকসানা বেগম (অটোরিকশা), লিপি খানম (জবা ফুল), নাজমা বেগম (চশমা)।

টিএইচ