সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ভোলায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি

ভোলায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে, সভায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তারা তাদের নিজ দপ্তরের সার্বিক উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। জেলা প্রশাসনের আয়োজনে রোববার (২১ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আরিফুজ্জামান।
 
এ সময় সভাপতির বক্তব্য জেলা প্রশাসক বলেন, প্রত্যেক সরকারি দপ্তরে নিজস্ব কিছু দায়িত্ব রয়েছে। একই সঙ্গে নির্ধারণ করে দেয়া হয়েছে তাদের নিজ নিজ কাজ। 

সভায় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কায়সার খসরু, অতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশিদ,  জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাসানুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, ভোলা প্রেস ক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা মো. নুরুল আমিন প্রমুখ।

টিএইচ