রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
The Daily Post

ভোলায় নবদম্পতির ওপর হামলার ঘটনায় দুজন আটক

ভোলা প্রতিনিধি

ভোলায় নবদম্পতির ওপর হামলার ঘটনায় দুজন আটক

ভোলার তুলাতলি পর্যটন কেন্দ্রে ঘুরতে যাওয়া নবদম্পতির ওপর কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় ভাইয়া ২০২০ গ্রুপের দুই সদস্যকে অভিযান চালিয়ে র্যাব-৮ সদস্যরা আটক করেছে। গত শনিবার রাতে সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ফারহান-৪ লঞ্চ থেকে তাদের আটক করা হয়। র্যাব-৮ এর ভোলা ক্যাম্পের লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভি (এক্স) বিএন আটকের বিষয়টি জানান।

গ্রেপ্তার দুই আসামি হলেন- ভোলা শহরের ওয়েস্টার্ন পাড়া এলাকার মৃত রানা মিয়ার ছেলে মো. আরমান হোসেন এবং ধনিয়া ইউনিয়নের পরির হাট এলাকার মো. ইউছুফ মিয়ার ছেলে হূদয় আহমেদ।

এদের মধ্যে আরমান মামলার এক নম্বর আসামি এবং হূদয় চার নম্বর আসামি। এদের প্রায় ১৫ থেকে ২০ জনের একটি গ্রুপ রয়েছে।

প্রসঙ্গত, গেল ৯ ফ্রেবুয়ারি ভোলা সদর উপজেলার তুলাতলি পর্যটন কেন্দ্রে ঘুরতে গিয়ে ওই কিশোর গ্যাংয়ের হামলার শিকার হন নবদম্পতি রেদোয়ান ও তার স্ত্রী নুপুর আক্তার। কিশোর গ্যাংয়ের সদস্যরা এই নবদম্পতির পথ গতিরোধ করে তাদের ফোনে অশ্লীল ভিডিও আছে দাবি করে টাকা চায়। নবদম্পতি টাকা দিতে অস্বীকৃতি জানালে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের উপর অতর্কিত হামলা চালায়।

পরে এ ঘটনায় রেদোয়ান বাদী হয়ে সদর থানায় ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে একটি মামলা করেন। ওই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। এরপর কিশোর গ্যাংয়ের সদস্যরা আত্মগোপনে চলে যান।

শনিবার রাতে ফারহান-৪ লঞ্চ করে গ্রেপ্তার হওয়া দুই আসামি ভোলায় আসলে র্যাব তাদের গ্রেপ্তার করে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও র্যাবের পক্ষ থেকে গণমাধ্যম কে জানানো হয়েছে।

টিএইচ