বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
The Daily Post

ভোলায় বিভিন্ন থানাধীন কমিউনিটি ও বিট পুলিশিং বিষয়ক মতবিনিময়সভা

ভোলা প্রতিনিধি

ভোলায় বিভিন্ন থানাধীন কমিউনিটি ও বিট পুলিশিং বিষয়ক মতবিনিময়সভা

‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ ভোলায় বিভিন্ন থানাধীন কমিউনিটি ও বিট পুলিশিং বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভোলা সদর মডেল থানা চত্ত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্ব স্ব থানার ওসিরা।

বুধবার (৩ এপ্রিল) জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার, মো. মাহিদুজ্জামান বিপিএম। 

অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, জনগণকে দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং সর্বোপরি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে।

কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিংয়ের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সমাজ থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল এবং ধর্ষণবিরোধী সভার আয়োজনের মাধ্যমে মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছে কমিউনিটি ও বিট পুলিশিং কর্মকর্তারা। ওই সময় তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন।

এ সময় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স  জনপ্রতিনিধি উপজেলা নির্বাহী কর্মকর্তা, সুশীল সমাজ, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

টিএইচ