বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১
The Daily Post

ভোলায় ৮০ নারী প্রশিক্ষণার্থী পেলেন ল্যাপটপ

ভোলা প্রতিনিধি

ভোলায় ৮০ নারী প্রশিক্ষণার্থী পেলেন ল্যাপটপ

প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন শীর্ষক  প্রতিপাদ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের হার পাওয়ার প্রকল্পের আওতায় ভোলায় ৮০ নারী প্রশিক্ষণার্থীর মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোলা সদর উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এসব ল্যাপটপ বিতরণ করেন জেলা প্রশাসক মো. আজাদ জাহান। অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশ নেয়া নারীরা বলেন, সরকারিভাবে ল্যাপটপ পেয়েছি। 

আমরা ঘরে বসে উপার্জন করতে পারবো। নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারকেও স্বাবলম্বী করতে পারবো। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আজাদ জাহান বলেন, আপনাদের পরিবার যদি সচ্ছল হয় তাহলেই বাংলাদেশ সচ্ছল হবে। আপনাদের সন্তান যদি কম্পিউটার সম্পর্কে জ্ঞান পায় তাহলে বাংলাদেশ লাভবান হবে।

এটাই আপনাদের কাছে আমাদের চাওয়া-পাওয়া, আপনারা এ প্রকল্প থেকে যতটুকু শিখেছেন ততটুকু যদি আমাদের দেশের জন্য কাজে লাগান তাহলে আমরা আরও সামনে এগিয়ে যাবে। 

এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন, ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিফাত ফেরদৌস, সদর ইউএনও সজল চন্দ শীল ও প্রকল্পের সহকারী প্রোগ্রামার মিঠুন চন্দ্র দে প্রমুখ।

টিএইচ