পিরোজপুরের মঠবাড়িয়ায় সাংবাদিক ইউনিয়নের ২০২৫-২৬ সালের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি জামাল এইচ আকন (এশিয়ান টিভি ও আমার সংবাদ), সাধারণ সম্পাদক জুলফিকার আমিন সোহেল (প্রতিদিনের সংবাদ), সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসাইন বাবু (খবরপত্র) নির্বাচিত হন।
গত শুক্রবার রাতে মঠবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এ কমিটি গঠিত হয়।
কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি রুম্মান হাওলাদার (ভোরের ডাক), যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম (ভোরের দর্পণ), অর্থ সম্পাদক উথান মজুমদার (স্বদেশ বিচিত্রা), দপ্তর সম্পাদক মো. আসাদুজ্জামান খান (আজকের দর্পণ), প্রচার সম্পাদক বেল্লাল জোমাদ্দার (দক্ষিণাঞ্চল), আইন বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট নিজাম উদ্দিন জাকির (তথ্য দর্পণ), কার্যকারী সদস্য মিজান উদ্দিন আকন (বাংলাদেশের আলো), বাদল কৃষ্ণ বিশ্বাস (নব অভিযান), গৌতম কুমার পাইক (দেশ প্রতিদিন), মোস্তাফিজ খান (সাপ্তাহিক পিরোজপুর খবর)। নবগঠিত কমিটির সভাপতি জামাল এইচ আকন বলেন, মঠবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকরা নির্যাতিত মানুষের কণ্ঠস্বর, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে এই ধারা আগামী দিনেও চলমান থাকবে।
টিএইচ