সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

মঠবাড়িয়ায় আ.লীগ নেতার পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণ

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি 

মঠবাড়িয়ায় আ.লীগ নেতার পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণ

পিরোজপুরের মঠবাড়িয়ায় তৃতীয় মেয়াদে পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন উপজেলা আ.লীগ সহসভাপতি মো. আরিফ উল হক। 

রোববার (২১ মে) দুপুরে সাবেক পৌর প্রশাসক উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর আনুষ্ঠানিকভাবে পৌর প্রশাসকের দায়িত্ব হস্তান্তর করেন। 

গত ১৫ মে জনপ্রশাসন মন্ত্রণালয় উপজেলা আ.লীগ সহসভাপতি মো. আরিফ উল হককে মঠবাড়িয়া পৌর প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। পৌর নির্বাহী কর্মকর্তা মো. হারুণ অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. হারুণ অর রশিদ, পৌর নির্বাহী প্রকৌশলী আব্দুস সালেক, বীর মুক্তিযোদ্ধা মো. বাচ্চু আকন, উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক মো. লোকমান হোসেন খান, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, রিয়াজুল আলম ঝনো, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান শরীফ প্রমুখ। 

টিএইচ