সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মঠবাড়িয়ায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মঠবাড়িয়া প্রতিনিধি 

মঠবাড়িয়ায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ সোমবার (১৭ এপ্রিল) ৫ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী আধার ওরফে রিপন তালুকদার (২৪) উপজেলার দেবীপুর গ্রামের, মৃত. সত্তার তালুকদারের ছেলে এবং মো. কামাল হোসেন খান (৪২), ধানীসাফা গ্রামের মৃত জয়নাল খানের ছেলে।

মঠবাড়িয়া থানার এসআই মো. কামারুল ইসলাম জানান, ঈদ-উল ফিতরকে সামনে রেখে মাদক ব্যবসায়ীরা মাদক মজুদ করার চেষ্টা করছে। এমন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে উপজেলার মিরুখালী ইউনিয়নের দেবীপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। 

এসময় রিপন তালুকদারের বাড়ি থেকে ২০০ গ্রাম গাঁজাসহ রিপনকে আটক করা হয়। পরে রিপনের দেয়া তথ্যমতে রাতে ধানী সাফা গ্রামের কামাল হোসেন খানের বাড়িতে অভিযান চালিয়ে দুটি প্যাক (৪ কেজি ও ১ কেজি) গাঁজাসহ কামাল হোসেন খানকে হাতে-নাতে আটক করা হয়।

মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, এ ঘটনায় এসআই মো. কামারুল ইসলাম বাদি হয়ে রিপন তালুকদার ও কামাল হোসেন খানের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। গ্রেপ্তারদের সোমবার (১৭ এপ্রিল) আদালতে সোপর্দ করা হয়। 

টিএইচ